চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ২৯২৩
করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ২৯২৩

করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ২৯২৩

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:৫৪ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বজুড়ে ২ হাজার ৯২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ রোগে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৩ জন। কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৩২ জন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চীনে এ রোগে মৃত্যু হয়েছে ৪৭ জনের। আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। এখন পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৫ জনের।

তবে চীনে করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে অন্য দেশগুলোতেও। বিশ্বের অন্তত ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে কমপক্ষে ৮৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। ইরানে ৩৪, ইতালিতে ২১, দক্ষিণ কোরিয়ায় ১৬, জাপানে ৫, ফ্রান্সে ২, তাইওয়ানে ১, ফিলিপাইনে ১,  হংকংয়ে ২ এবং ডায়ামন্ড প্রিন্সেস নামের একটি জাহাজে ৬ জনের মৃত্যু হয়েছে।

ইরানে করোনাভাইরাস প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। তবে এ খবর অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সেখানে এ পর্যন্ত মোট ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ৩৪ জন।

ইউরোপের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ৮৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ২১ জন।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩১ জন, যা চীনের বাইরে সর্বোচ্চ। দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট