চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় মধ্যপ্রাচ্যের তিন দেশে ৩৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে গত ৭২ ঘণ্টায় অন্তত ৩৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি।

গতকাল সোমবার (২৯ জুন) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য পাওয়া যায়।বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত ছয় দেশেই বেশি বলে জানা যায়।

সোমবার বিকেল পর্যন্ত সৌদি আরবে ৪৭৩ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সৌদি আরবেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন।

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর করোনা আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশির সংখ্যা বেশি সংযুক্ত আরব আমিরাত। গতকাল পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১১৩ জন বাংলাদেশি। কুয়েতে করোনায় মারা গেছেন ৫৫ জন, ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন। অর্থাৎ জিসিসিভুক্ত ছয় দেশে সোমবার পর্যন্ত মারা গেছেন ৬৮৮ জন।

এছাড়া, ওই ছয় দেশের বাইরে আরও ১৯ টি দেশে এক হাজার ৩১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট