চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদি থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪০৯ যাত্রী

নিজস্ব সংবাদদাতা, সৌদিআরব

১৮ মার্চ, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকেপড়া ৪০৯ জন যাত্রী নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এর আগে মঙ্গলবার সৌদি আরব সময় সকাল ৭টা ১৫ মিনেটে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা দেয় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি ২৩৬। দৈনিক পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় কর্মরত বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল হুদা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরব থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ওমরাহ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আটকে পড়ে ওই ৪০৯ জন যাত্রী। করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরব সরকার অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক সব ফ্লাইট দু’সপ্তাহের জন্য বন্ধ করেছে। দেশটিতে বন্ধ রয়েছে সমুদ্র বন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, সেলুন, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও মার্কেট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট