চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টার অবরোধ

মধ্যরাতে চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মেডিকেলের সুবিধা বাড়ানোর দাবি

নিজস্ব সংবাদদাতা, চবি

১৬ মার্চ, ২০২০ | ২:২২ পূর্বাহ্ণ

প্রয়োজনীয় ওষুধ ও প্রশিক্ষিত ডাক্তার নিয়োগসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টার অবরোধ করে এ বিক্ষোভ করে তারা। এক ঘন্টব্যাপী চলা এ বিক্ষোভ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করে। শিক্ষার্থীরা জানান, মেডিকেল সেন্টারে সর্বরোগের ওষুধ হচ্ছে নাপা আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট। সামান্য কিছু একটা হলেই সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেয়। তাছাড়া এখানে কোন প্রশিক্ষিত ডাক্তার নেই? নূন্যতম চিকিৎসা সেবাটুকু দিতে না পারলে মেডিকেলে লাখ লাখ টাকা ব্যয় করা হয় কেন? আন্দোলনকারী শিক্ষার্থী সৌরভ হাসান শিশির বলেন, ‘আমাদের এক বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। রোগের ধরণ ছিলো এমন যে হিস্টেরিয়া রোগীদের মতো হাত পা গুটি লেগে আসছিলো। চবি মেডিকেল সেন্টারের ডাক্তাররা অক্সিজেন লাগিয়ে প্রায় ৫/৭ হাত দূরে অবস্থান করছিলো, কারণ এই রোগীকে ধরার যোগ্যতাও তার নেই এরকম ভাবসাব। অথচ সেই রোগীকেই এই অবস্থাতেই সিএমসিতে নেওয়া হলে একটা ইনজেকশন দেয় এবং সে পাঁচ মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠে। এসব ঘটনা আমাদের মেডিকেলের নিত্য ঘটনা।’ পাঁচ দফা দাবিগুলো হলো সরকারি বাজেট এবং শিক্ষার্থীদের থেকে আদায়কৃত মেডিকেল ফি’র প্রতিটি টাকার ওষুধ মেডিকেল সেন্টারে মজুদ রাখা, ৬টি অ্যাম্বুলেন্সের ৬টিকেই সার্বক্ষণিক সেবা দেওয়া এবং কোনো শিক্ষক বা কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে না পারা, দেশের প্রথম শ্রেণির নাগরিকদের (বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) চিকিৎসার জন্য মেডিসিন কোর্স করা কোনো ব্যক্তির কর্কশ ব্যবহার আর নড়বড়ে চিকিৎসা বাতিল করে অবিলম্বে প্রশিক্ষিত চিকিৎসক নিয়োগ দেওয়া, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা এবং অবশ্যই সুন্দর সাবলীল এবং মার্জিত ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘মেডিকেলের সেবা বাড়াতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরবর্তীতে আমাদের আশ^াসের ভিত্তিতে তারা বিক্ষোভ স্থগিত করে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট