চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতেকর্মশালায় বক্তারা

প্রতিবন্ধীদের ঘৃণা নয়, যতœ দিয়ে বড় করতে হবে

৯ জানুয়ারি, ২০২০ | ৫:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অটিজম ও নিউরো ডেভেলেপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা (ওরিয়েন্টেশন ওয়ার্কশপ) সম্পন্ন হয়। গতকাল বুধবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় মাস্টার ট্রেইনার ছিলেন, চট্টগ্রাম সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুর নবী। উপস্থিত ছিলেন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদুল করিম, ডা. শ্যামলী দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা অনিক রায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ। মাস্টার ট্রেইনার মোহাম্মদ নুর নবী বলেন, শিক্ষার ক্ষেত্রে অটিজম শিশুদেরকে সেবার মাধ্যমে পাঠদানে অভ্যস্ত করে তুলতে হবে। শ্রবণ, শারীরিক, দৃষ্টি ও বাক প্রতিবন্ধীদের ঘৃণা নয়, আদর যতœ সহকারে বড় করতে হবে।
কর্মশালায় অংশ নেন সাংবাদিক, শিক্ষক, চেয়ারম্যান, ইমাম, মোয়াজ্জেম, স্কাউট, রেডক্রিসেন্ট, প্রতিনিধি, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ শতাধিক বিভিন্ন পেশার কর্মকর্তা ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট