চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পটিয়ায় মারামারি ঘটনায় ইউপি মেম্বারকে আসামি করে থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

৯ জানুয়ারি, ২০২০ | ৫:২৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের আন্নর আলী বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় ইউপি মেম্বার নুরুল আলমসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৭ জানুয়ারি নুরুল ইসলামের পুত্র নুর মোহাম্মদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন- ইউপি সদস্য নুরুল আলম (৫৬), ফরিদুল আলম (৪২), মো. ইমন (২১), মো. রিমন (২৩), মো. ফরহাদ (২৪) ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মেহেরআটি গ্রামের ইউপি সদস্য নুরুল আলমের সাথে দীর্ঘদিন ধরে বাদি নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৫ জানুয়ারি জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে ইউপি সদস্য নুরুল আলম ও তার লোকজন অর্তকিতভাবে নুর মোহাম্মদের পরিবারের উপর হামলা চালায়।
এতে নুর মোহাম্মদের মাতা জহুরা বেগম (৬৫), তার ভাই শাহদাত হোসেন (২৮), তার ছেলে নুর কাইযুম মানিক (১৭) ও তারা স্ত্রী মর্তুজা বেগম (৪৩), তার বড়ভাইয়ের স্ত্রী জয়নাব বেগম (৫০) আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় পটিয়া হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মারামারির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট