চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবনই বাংলাদেশের ইতিহাস

৯ জানুয়ারি, ২০২০ | ৪:৪৮ পূর্বাহ্ণ

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ)’র ক্ষণগণনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদ্যাপনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর জীবনই বাংলাদেশের ইতিহাস। আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মশত বার্ষিকী। সরকারের ঘোষণা মতে মুজিব বর্ষ শুরু হবে ১৭ মার্চ হতে। ক্ষণগণনা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি। এই ক্ষণগণনা অনুষ্ঠানে কক্সবাজারের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষের) ক্ষণগণনা অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা ইতিহাসের অংশ হয়ে থাকবেন।

এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ কানিজ ফাতেমা আহমদ, অধ্যাপক এথিন রাখাইন, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট বদিউল আলম সিকদার, রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, নুরুল আবছার চেয়ারম্যান, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, এড. আয়াছুর রহমান, নাজনীন সরওয়ার কাবেরী, খোরশেদ আলম, খোরশেদ আলম কুতুবী, ইউনুছ বাঙালি, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, এস.এম. কামাল উদ্দিন, হেলাল উদ্দিন কবির, কমর উদ্দিন আহমদ, এড. তাপস রক্ষিত, এম.এ. মনজুর, শাখাওয়াত হোসাইন প্রমুখ। সভায় আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং জননেতা ওবায়দুল কাদের এমপি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আশু রোগ মুক্তি কামনা করা হয় এবং কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজের পুত্র আলী আকবর ডিসেন্ট এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট