চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের

৯ জানুয়ারি, ২০২০ | ৩:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৭০ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটি সর্বশেষ ৪৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১৮১ বারে ৩১ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৩ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৫.২১ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৩.২৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৯১ বারে ২ লাখ ২৬ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইয়াকিন পলিমার, প্রগতি ইন্স্যুরেন্স ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট