চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ইডিইউর সেমিনারে আমিরাতের অভিজ্ঞতা শোনালো শিক্ষার্থীরা

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

ইয়াসার হোসেন অথবা আয়েশা তাসকিয়া কিংবা ত্রয়ী লালা, তারা প্রত্যেকেই এখন ফ্রি ইকোনমিক জোন বা আইবিএম এর মতো বিশ্বের অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় তা জানে। কিংবা একটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা কি রকম হওয়া উচিৎ, কেউ জিজ্ঞেস করলেই চটপট বলে দিতে পারবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ২০ জন শিক্ষার্থী। কেননা, দুবাই-আবুধাবির মতো আন্তর্জাতিক বাণিজ্য নগরীতে নিয়ে গিয়ে তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমৃদ্ধ করেছে ইডিইউ।

ছাত্রছাত্রীর মধ্যে প্রতিষ্ঠান পরিচালনার জ্ঞান এবং নেতৃত্ব ও উদ্যোক্তা তৈরি করতে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স (আইজিএলই) নামের এ কোর্স চালু করেছে ইডিইউ। বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে বিশ্বের উন্নত বাণিজ্য নগরীগুলোতে নিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়। এতে প্রথম ব্যাচে অংশ নিয়েছে ২০ জন। তাদের সঙ্গে যোগ ছিলেন ৪জন ফ্যাকাল্টি মেম্বার ও ৩ জন প্রশাসনিক কর্মকর্তা। আট দিনের এ সফর শেষে সম্প্রতি ফিরেছেন তারা। তাদের এ অভিজ্ঞতা অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার এই ‘এক্সপেরিয়েন্স শেয়ারিং প্রোগ্রাম’ এর আয়োজন করা হয়। দুবাই-আবুধাবিতে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের পাশাপাশি তারা বেশ কয়েকটি সেশনে মিলিত হন। এসব সেশনে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন স্ব স্ব ক্ষেত্রে দীর্ঘদিনের কাজে অভিজ্ঞ ব্যক্তিবর্গ। এর মধ্যে রয়েছেন আমিরাতের টিকম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা শাজাদী দুররানি, আমিরাত এনবিডি ব্যাংকের গ্রুপ ক্রেডিট এর ভাইস প্রেসিডেন্ট সোহরাব সায়ীদ এবং বিশ্বখ্যাত কম্পিউটার প্রতিষ্ঠান আইবিএম এর সফটওয়্যার ক্লায়েন্ট আর্কিটেক্ট রাহিদ খন্দকার, একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক উজায়ের হাসান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট