চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সিপিবি পাঁচলাইশ থানা কমিটির পদযাত্রায় বক্তারা

নিত্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙ্গতে হবে

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলাকমিটির অধীন পাঁচলাইশ থানাকমিটি আয়োজিত পদযাত্রা ও সমাবেশ থেকে অবিলম্বে চাল, পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে মুনাফাখোর, আড়তদার, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গতকাল ২২ নভেম্বর শুক্রবার ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অতিথির বক্তব্যে পার্টির বিভাগীয় সমন্বয়ক শ্রমিক নেতা কমরেড মৃণাল চৌধুরী বলেন, সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে কালো টাকার মালিক, লুটেরা ধনিক ও সা¤্রাজ্যবাদের স্বার্থে। তিনি সুন্দরবন রক্ষায় ভারতের এনটিপিসি’র সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং তেল-গ্যাস বিষয়ে আমেরিকা, কানাডা ইত্যাদি দেশের সাথে সব ধরনের অসম চুক্তি বাতিল দাবি জানান।

সিপিবি পাঁচলাইশ থানা সাধারণ সম্পাদক কমরেড রাহাতউল্লাহ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমরেড অমৃত বড়ুয়া, কমরেড মোহাম্মদ হানিফ, কমরেড প্রদীপ সরকার, কমরেড মোহাম্মদ মহসিন প্রমূখ। পরে বহদ্দারহাট থেকে মুরাদপুর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট