চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় জেএমবি’র দুই সদস্য আটক, জিহাদী বই ও লিফলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০১৯ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে পটিয়ার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ জঙ্গী উস্কানিমূলক লিফলেট এবং জিহাদী বই উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে শান্তিরহাট ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগড়ী থানার ডোমাকুলী গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও টেকনাফ ১নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল নবীর ছেলে মো.ইসমাইল (৩৩)।

র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘জেএমবি’’ এর দুই সক্রিয় সদস্য জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য একটি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ওই গোপন সংবাদে র‌্যাব শান্তিরহাট এলাকায় চট্টগ্রামগামী চেকপোস্ট বসায়। তল্লাশি চলাকালে বিষয়টি টের পেয়ে তারা চেকপোস্টের একটু আগে নেমে দৌঁড়াতে শুরু করে। সন্দেহ হলে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র সদস্য বলে স্বীকার করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে উগ্রবাদী লিফলেট এবং ৬টি জিহাদী বই উদ্ধার করা হয়। দুইজনকে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দীন বলেন, আটক জেএমবি’র দুই সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট