চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবারো চালানো হবে অভিযান : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০১৯ | ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন বলেছেন, পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে আবারো অভিযান চালাবে বলে জেলা প্রশাসন। আজ সোমবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা জানান।

মো. ইলিয়াস হোসেন বলেন, কয়েকদিন ভারতসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ পেঁয়াজের দাম  বেড়ে যায়। কিছু অসাধু আড়তদার তাদের গুদামে পেঁয়াজ মজুদ রেখে এ সুযোগে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে অস্বাভাবিক হারে দাম বাড়িয়ে দেয়। জেলা প্রশাসন খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারে অভিযান চালানোর পর কিছুটা স্বাভাবিক হয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কেজি প্রতি পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে এসেছে পাইকারি বাজারে।  তবে  এখনও ৮০ থেকে ৯০টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। সেখানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অব্যাহত রাখা হবে নগর ও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সভায় আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট