চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে আজ আ. লীগের বর্ধিত সভা

১৪ অক্টোবর, ২০১৯ | ৩:১৩ পূর্বাহ্ণ

সীতাকু-ে দীর্ঘ ৭ বছর পর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এ উপলক্ষে আজ ১৪ অক্টোবর সোমবার একযোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ৯০টি ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করার পর প্রথমেই ওয়ার্ড কাউন্সিল এবং পরে যথাক্রমে ইউনিয়ন ও সব শেষে ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর থেকে আর কোন কাউন্সিল হয়নি।

এ নিয়ে বিগত কয়েকবছর অনেক নেতাকর্মীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিলো। এ অবস্থায় সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দের বৈঠকে ১৬ নভেম্বর সীতাকু- উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এতে আরো সিদ্ধান্ত হয় যে এর আগেই ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে সেসব কাউন্সিলের তারিখ নির্ধারণ হবে উপজেলা আ.লীগের বর্ধিত সভায়। এসব কাউন্সিলের তারিখ নির্ধারণ করতে ইতিমধ্যে গত ৯ অক্টোবর ও ১২ অক্টোবর উপজেলা আওয়ামীলীগ দুই দফা বর্ধিত সভা করে। বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ( সোমবার) একযোগে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্ধিত সভার মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলের সময় নির্ধারণ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন বাবলু বলেন একসময় সীতাকু- উপজেলায় নেতাকর্মীদের মধ্যে অনেক দূরত্ব ছিলো। কাউন্সিলকে সামনে রেখে এখন সবাই ঐক্যবদ্ধ। খুব সুন্দর পরিবেশে প্রত্যেকটি বর্ধিত সভা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে ১৬ নভেম্বর থানা কমিটির কাউন্সিল হবে। এর আগে প্রথমে ওয়ার্ড ও পরে ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল শেষ করা হবে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলের তারিখ নির্ধারণ হয়নি। আজ একযোগে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় বর্ধিত সভার মধ্য দিয়ে কাউন্সিলের তারিখ চূড়ান্ত হবে। প্রত্যেকটি সভায় জেলা কমিটির একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই কাউন্সিল সমন্বয়ের দায়িত্বে রয়েছে উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এড. ফকরুদ্দিন। তিনি বলেন, আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে থানা কমিটির নির্বাচনের তারিখ ১৬ নভেম্বর চূড়ান্ত হয়েছে। ৫ থেকে ১৩ নভেম্বর ইউনিয়ন কমিটির কাউন্সিল। আর ওয়ার্ডের তারিখ চূড়ান্ত হবে আজ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট