চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মাটিরাঙ্গায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব সংবাদদাতা , গুইমারা

৮ মে, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

দক্ষ জনগোষ্ঠী দেশের বোঝা নয় বরং সম্পদ হিসেবে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মত অধিক জনসংখ্যার দেশে মানুষকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই পাহাড়ের পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানামুখী উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জাতি- গোষ্ঠী, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার। সকালে মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত কম্পিউটার ও বেকার যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থী ছাড়াও মাটিরাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ চন্দ্র দাশ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামছুল হক, সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ, পদস্থ সামরিক কর্মকর্তাগণ জনপ্রতিনিধিগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট