চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় স্মরণসভায় ভূমিমন্ত্রী জাবেদ

ক্বারী আব্দুল গণীর মতো আলেম সমাজে বিরল

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

ভূমি প্রতিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ক্বারী আব্দুল গণী জীবনের শেষ সময় পর্যন্ত কোরানের খেদমত করে গেছেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাদ্রাসার সুনাম সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী এই মাদ্রাসায় কোরআন অধ্যয়নে আসেন। তার এ শূন্যতা সহজে পূরণ হবার নয়। তার মতো আলেম সমাজে বিরল।
ভক্তিয়াপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার পরিচালক আল্লামা ক্বারী আব্দুল গনির স্মরণসভা ও দোয়া মাহফিলে গত ৩১ আগস্ট প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাফকো জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হোসাইনের সভাপতিত্বে ও হাফেজ আরিফের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন পটিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারী। বিশেষ আলোচক ছিলেন ওমর গণি এম ই এস কলেজের অধ্যাপক ড. আ ফ ম খালেদ হোসাইন, পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন, দারুল মা-আরিফ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোরকানুল্লাহ, মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান গনি, উপপরিচালক হাফেজ আবু হানিফ নোমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু। মাহফিলে প্রধান অতিথি ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পশ্চিমচাল মাদ্রাসা, চারপীর আউলিয়া মাদ্রাসা ও তরতীলুল কোরআন মাদ্রাসাকে পৃথক তিনটি অনুদানের চেক প্রদান করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট