চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে ২ টন জাটকা জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

কর্ণফুলী নদীতে আটক ‘টিআর  ডিজনি’ নামের ফিশিং ট্রলার থেকে ২ টন জাটকা জব্দসহ দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা মৎস্য অফিস,  কোস্ট গার্ড ও এনএসআই বন্দর টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেনকে (৪২) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাটার টাকা  অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘‘সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। যার ফলে যারা জাটকা আহরণ করে ইলিশের স্বাভাবিক সাইজে পরিণত হতে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘যেখানে ইলিশ মাছ ধরার এখন সুযোগ রয়েছে সেক্ষেত্রে কেন অসাধুরা ইলিশ ধ্বংসে জাটকা নিধন করবে। ক্ষুদ্রতর স্বার্থ হাসিল করার জন্য বৃহত্তর স্বার্থ নষ্ট করছে তারা। যার ফলে এ ধরনের কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট