চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চসিকে ১৫ সেবা সংস্থার সমন্বয় সভা আজ

নিজস্ব প্রতিবেদক 

২৫ নভেম্বর, ২০২০ | ২:৩৭ অপরাহ্ণ

আজ বুধবার চট্টগ্রামের সরকারি, স্বায়ত্তশাসিত সেবা সংস্থাসমূহের সমন্বয় সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাটালি হিলস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টায় চট্টগ্রামের প্রায় ১৫টি সেবা সংস্থার প্রধানগণ এতে অংশগ্রহণ করবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের আমলে এটি দ্বিতীয় সমন্বয় সভা। এর আগে চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ সচিবালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে সমন্বয়ের ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করা হয়।  সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, মূলত পরিকল্পিত উন্নয়ন, সমন্বয়, বন্দর নগরী হিসেবে আগামির চট্টগ্রামকে কিভাবে প্রস্তুত করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হবে। গত সভায় উপস্থাপিত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট