চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

খাগড়াছড়ি সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে টাকা লুট করে আনোয়ার হোসেন নামে একজনকে হত্যার দায়ে এনামুল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালের ২৭ অক্টোবর ব্যবহৃত মোটরসাইকেল কিনে দেয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যায় দণ্ডপ্রাপ্ত এনামুল হক। আনোয়ারের কাছে থাকা এক লাখ ১০ হাজার টাকা লুট করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদি হয়ে এনামুল হককে আসামি করে গুইমারা থানায় মামলা করে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ৩১ ডসেম্বর চার্জশিট দেয়ার পর রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষী গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে।

 

 

 

পূর্বকোণ/জহুর-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট