চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পরিবেশের ক্ষতি: চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২০ | ৭:৫৮ অপরাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়া, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তন করার দায়ে চট্টগ্রামে ৮ প্রতিষ্ঠানসহ ১৮ প্রতিষ্ঠানকে সাত লাখ একানব্বই হাজার টাকা জরিমানা আরােপ করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়  চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিম্নোক্ত প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ আরােপ করা হয়। ততমধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডর ম্যাক কর্পোরেশন (শীপ ইয়ার্ড)কে দশ হাজার, হাটহাজারীর মেসার্স জিলানী বিক্সকে আশি হাজার, একই এলাকার মেসাস ন্যাশনাল ব্রিক্সকে আশি হাজার, সাতকানিয়ার বার আউলিয়া ব্রিকস দশ হাজার, কর্ণফুলীর উপজেলার কর্ণফুলী ডায়াবেটিক সেন্টারকে দুই হাজার, পটিয়ার পটিয়া ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার টাকা, একই এলাকার মােহাম্মদিয়া সল্ট রিফাইনারী ইন্ডা.কে দুই হাজার, ও হাটহাজারীর জেরিন ফার্ম লিমিটেডকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগে আরও দশ প্রতিষ্ঠানকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় জরিমানা করা হয়।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট