চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মাস্ক না পড়ায় মানিকছড়িতে ৪৪ জনকে জরিমানা

মাস্ক না পরায় মানিকছড়িতে ৪৪ জনকে জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ায় ৪৪ জনকে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মানিকছড়ি বাজার, আমতল, মহামুনি ও তিনটহরী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ইউএনও তামান্না মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার পৃথক নেতৃত্বে মঙ্গলবার (১৭ নভেম্বর) ও আজ বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

তামান্না মাহমুদ জানান, করোনার দ্বিতীয় ঢেউরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রয়েছে। এছাড়াও তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও জানান, নিয়ম না মানলে প্রশাসন আরও কঠোর হবে।

 

 

 

পূর্বকোণ/ইসমাঈল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট