চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটা পাবে চবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২০ | ২:২৭ অপরাহ্ণ

করোনা পারিস্থিতিতে সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পুষিয়ে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। এ অনলাইন কার্যক্রমে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চবি প্রশাসন প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটাপ্যাক প্রদান করবে।

চবি প্রশাসনকে সাশ্রয়ী রেটে ডাটাপ্যাক সরবরাহ করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চবি চারুকলা ইনস্টিটিউটে মোবাইল কোম্পানি ‘রবি আজিয়াটা লিমিটেড’-এর সাথে চবি প্রশাসনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তিতে চবি’র পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে সি.ই.বি.ও. মো. আদিল হোসেন (নোবেল) স্বাক্ষর করেন। চবি উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বদা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে বদ্ধপরিকর। রবি শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণে সাশ্রয়ী রেটে ডাটা প্যাক প্রদানে এগিয়ে আসায় উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাবৃন্দকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী এবং রবির সি.ই.বি.ও. জনাব আদিল হোসেন নোবেল ও জিএম আরিফ আহমেদ চৌধুরী। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট