চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের আবাসিক এলাকাগুলোয় ভূমি হস্তান্তর ফি কমানোর দাবি ক্যাবের

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২০ | ৪:১৭ অপরাহ্ণ

অবিলম্বে সিডিএ’র আওতাভুক্ত আবাসিক এলাকাগুলোয় ভূমি হস্তান্তর ফি কমানোর দাবি জানিয়েছেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও সম্পাদক নিপা দাস প্রমুখ বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, অনেকেই হেবা বা চুক্তিনামা করে আপাতত কাজ সারছেন। ফলে সরকার একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আবার সিডিএ’র আওতাভুক্ত আবাসিক এলাকার বাসিন্দারা সরকারের পাশাপাশি সিডিএকেও দুই ধরনের রেজিস্ট্রেশন ও হস্তান্তর ফি দিতে বাধ্য হচ্ছেন, যা অনেকটাই এক দেশে দুই আইনের মতো।

সরকার জমি রেজিস্ট্রেশন খাতে কর বৃদ্ধি করায় অনেক মধ্যবিত্ত পরিবার জমি ক্রয়ের আগ্রহ থাকলেও রেজিস্ট্রেশনের ভয়ে জমি ক্রয়ে সক্ষম হচ্ছে না। বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় ভূমি রেজিস্ট্রেশন কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দাবি-দাওয়া জানানো হলেও সরকার বিষয়টি আমলে নেয়নি। ফলে ভূমি রেজিস্ট্রেশন খাতে সরকারের রাজস্ব আদায় শ্লথগতি হয়ে আছে  বলে ক্যাবের নেতারা জানান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট