চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চন্দনাইশের কাঞ্চননগর রেল স্টেশন এলাকায় ২০ দিন ধরে পড়ে আছে তেলের ওয়াগন

চন্দনাইশের কাঞ্চননগর রেল স্টেশন এলাকায় ২০ দিন ধরে পড়ে আছে তেলের ওয়াগন

চন্দনাইশ সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

উপজেলার কাঞ্চননগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘ ২০ দিন ধরে পড়ে আছে একটি তেল বহনকারী খালি ওয়াগন। দীর্ঘ সময় ধরে রেলের এ মূল্যবান ওয়াগনটি পড়ে থাকলেও উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে কাঞ্চননগর স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা মনছফ আলী মাস্টার-জাহানারা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে গত ১ অক্টোবর বিকালে চট্টগ্রাম অভিমুখী তেল বহনকারী ওয়াগন লাইনচ্যুত হয়। পরদিন খালি ওয়াগনটি রেল লাইনের পাশে সাধারণ মানুষের চলাচলের পথে সরিয়ে রাখা হয়। দীর্ঘ ২০ দিন অতিবাহিত হলেও রেল কর্তৃপক্ষ খালি ওয়াগনটি না সরানোর কারণে বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ছাদেকুর রহমান বলেন, চলতি সপ্তাহের মধ্যে খালি ওয়াগনটি উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ওয়াগনটি রেলওয়ের জায়গাতে পড়ে থাকলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি সঠিক নয়। কারণ রেলওয়ের জায়গার উপর দিয়ে অবাদে চলাচল বা সড়ক থাকাটা যথাযথ নয়।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট