চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২০ | ৭:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩২)। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া এলাকায় ইউএনও তামান্না মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তামান্না মাহমুদ বলেন, উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলন ও ড্রামট্রাকে বালু বোঝাই অবস্থায় পেয়ে উত্তোলনকারী আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/ইসমাইল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট