চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহীনের স্বপ্নে মডেল ফটিকছড়ির লেলাং

শাহীনের স্বপ্নে মডেল ফটিকছড়ির লেলাং

বিশ্বজিৎ রাহা

১৯ অক্টোবর, ২০২০ | ৬:০৩ অপরাহ্ণ

ইউপি চেয়ারম্যান আলহাজ সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের স্বপ্নের বাস্তবায়নে দিনে দিনে একটি মডেল ইউনিয়নে রূপলাভ করতে চলেছে ফটিকছড়ির লেলাং ইউনিয়ন।

ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত গত সাড়ে চার বছরে প্রায় ৩৩ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে বলে জানান সরোয়ার উদ্দিন চৌধুরী। এর মধ্যে ১২ কোটি টাকা ব্যয়ে এ পর্যন্ত বড় ছোট মিলিয়ে মোট ৮৮টি রাস্তার উন্নয়নকাজ করা হয়েছে। রাস্তাগুলোর মধ্যে ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে বুড়াবিবি সড়ক, ৩ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে চাড়ালিয়াহাট-গোপালঘাটা সড়ক, ৬১ লাখ টাকা ব্যয়ে মখলেছ এন্ড সন্স সড়ক, ৪৭ লাখ টাকা ব্যয়ে লেলাং চৌমুহনী সড়ক, ৩৩ লাখ টাকা ব্যয়ে সন্ন্যাসীরহাট-আমভিটা সড়ক, ২৬ লক্ষ টাকা ব্যয়ে নাপিতের কোনা-সন্ন্যাসীরহাট সড়ক, ২২ লক্ষ টাকা ব্যয়ে সন্ন্যাসীরহাট-বাগান রোড বিশেষভাবে উল্লে­খযোগ্য।

এছাড়া বন্দে-এ-রাজা মহিলা মাদ্রাসায় ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ, গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ, ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে গোপালঘাটা নুরুল উলুম মাদ্রাসার ভবন নির্মাণ, লেলাং-কাঞ্চননগর সড়কে ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ, কর্ণফুলী চা বাগান সড়কে ১ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে পাকা ড্রেন নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়া গত সাড়ে চার বছরে লেলাং ইউপিতে ৬ কোটি টাকা ব্যয়ে মোট ৭টি বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে। ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৭০টি স্ট্রিট লাইট এবং সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরে শতভাগ সোলার লাইট স্থাপন সম্পন্ন হয়েছে বলে চেয়ারম্যান শাহীন জানান।

এসব উন্নয়নকাজে বিশেষভাবে সহযোগিতা করার জন্য চেয়ারম্যান শাহীন ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট