চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্থগিত থাকা পরীক্ষার দাবিতে চবি ছাত্রলীগের মানববন্ধন

চবি সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ

করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বরিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কিংবা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, করোনার অজুহাত দিয়ে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধুমাত্র শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে আছে। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য আমাদের ভাই বোনদের জীবন থেমে যেতে পারে না। মমতাময়ী মা ভিসি ম্যামকে আমি অনুরোধ করবো আপনি আটকে থাকা পরীক্ষাগুলো অবিলম্বে নেওয়ার ব্যবস্থা করুন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে সাবধান করে ছাত্রলীগ সভাপতি বলেন, আপনি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। জাতি আপনাকে ক্ষমা করবেন না। এসময় নুরুর সাপোর্টারদের চবি ক্যাম্পাসে প্রবেশে করলে প্রতিহত করার হুশিয়ারী দেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট