চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকি ছবি

উখিয়ায় ত্রাণের মালামাল ও সিএনজি অটোরিকশা জব্দ

উখিয়া সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২০ | ৩:৫৫ অপরাহ্ণ

উখিয়ায় শুক্রবার রাতে সিএনজি অটোরিকশাসহ ত্রাণের মালামাল উদ্ধার করেছে গ্রামবাসী। পরে এসব মালামাল উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা।

স্থানীয় বজুরুজ মিয়া জানান, শুক্রবার রাতে ভারী ত্রাণ বোঝাই একটি সিএনজি অটোরিকশা তার চাষাবাদের জমিনে পড়ে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় গ্রামবাসী এসে ত্রাণের মালামালসহ অটোরিকশাটি জব্দ করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, কন্টিনারসহ বিভিন্ন ধরনের মালামাল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ জানান, এ ব্যাপারে একটি মামলা করা হবে। মামলায় সিএনজি চালক কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের মো. কালুর ছেলে মফিজ উদ্দিন ও ঈদগাঁও গ্রামের নুরুল হক নুরুকে আসামি করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট