চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২০ | ১২:০৭ পূর্বাহ্ণ

পরিবেশগত ছাড়পত্র, নবায়নবিহীন, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তনের অপরাধে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ ব্যক্তি-শিল্প প্রতিষ্ঠানকে বাংলদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন আজ সোমবার (১২ অক্টোবর) শুনানির মাধ্যমে এ জরিমানা ধার্য করেন।

মোয়াজ্জেম হোসাইন জানান, ছাড়পত্র শর্তভঙ্গের কারণে সীতাকুণ্ডের মডার্ণ হসপিটাল এন্ড ল্যাবকে ১০ হাজার ও এজেডএন স্টিলটককে ২০ হাজার, রাঙ্গুনিয়ার কর্ণফুলি প্যাথলজি এবং শ্যামলী ডায়াগনস্টিক সেন্টারকেকে যথাক্রমে ১৫ হাজার ও ৫ হাজার, ফটিকছড়ির দি ডক্টরস ল্যাবকে ২০ হাজার, পটিয়ার নিউরন ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ১৫ হাজার ও ২০ হাজার টাকা এবং বাঁশখালীর মর্ডাণ হসপিটাল এন্ড ল্যাবকে ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও পাহাড় কর্তনের দায়ে কক্সবাজার সদরের মৌলভী সুলতান গংকে ৫০ হাজার টাকা জরিমানা করে ও আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সর্তক করা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট