চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সতর্কতায় কমে যাবে দুর্ঘটনা চালক সমিতির সভায় মেয়র

২৮ এপ্রিল, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির চট্টগ্রাম বিভাগীয় নবনির্বাচিত কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সভায় প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. আবদুল আওয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএমএ’র চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বি এম শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মো. আবদুল মালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম হাওলাদার, মো. শান্ত হোসেন রাসেল। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কার্যকরি কমিটির সহকারী সম্পাদক মো. এয়াছিন আরাফাত বিটু। সভা পরিচালনা করেন বিভাগীয় কার্যকরী কমিটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সড়ক নিরাপদ রাখার জন্য চালক-যাত্রী সকলের ভূমিকার কথা উল্লেখ করে বলেন গাড়ি চালানোর সময় যেমন সবার আগে একজন চালককে সচেতন এবং সতর্ক হতে হবে, তেমনি পথচারী যাত্রী সাধারণকেও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি বলেন সর্তকতায় কমে যাবে দুর্ঘটনা, বেঁচে যাবে অনেক জীবন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মেয়র বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির দাবি সমূহকে যৌক্তিক দাবি বলে অভিহিত করে, এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে তাদেরকে আশ্বস্থ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট