চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বীরকন্যা প্রীতিলতা আত্মাহুতি দিবসে বিপ্লব-বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের শ্রদ্ধা

বীরকন্যা প্রীতিলতা আত্মাহুতি দিবসে বিপ্লব-বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের শ্রদ্ধা

বিজ্ঞপ্তি

২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবসে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিষদের পক্ষে ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাবের কাছে নির্মিত প্রীতিলতার আবক্ষমূর্তিতে ফুল দেয়া হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রীতিলতাসহ চট্টগ্রামের বিপ্লবী ও তাদের স্মৃতিস্থানগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় পরিষদের আহবায়ক, আলমগীর সবুজ, প্রীতম দাশ, অনুপম শীল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে ১৫ জনের বিপ্লবী দল ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালায়। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণের নির্দেশ দেন। এতে রিভলবার নিয়ে পাল্টা গুলি চালায় ইংরেজ অফিসাররা। মিসেস সুলিভান নামে একজন ইংরেজ নিহত ও চারজন পুরুষ এবং সাতজন ইংরেজ মহিলা আহত হন। আক্রমণ শেষে বিপ্লবী দলের সাথে দলনেতা প্রীতিলতা কিছুদূর এগিয়ে যান। তারপর পটাশিয়াম সায়ানাইড পানে আত্মাহুতি দেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদার।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট