চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশের ক্ষতি: ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

পরিবেশগত ক্ষতি, ছাড়পত্র বিহীন, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কর্তনের দায়ে বাঁশখালীর এক বিক্সফিল্ডসহ  ১৪ ব্যক্তি-শিল্প প্রতিষ্ঠানকে ২০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) শুনানির মাধ্যমে এ জরিমানা ধার্য্য করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হল:  চট্টগ্রামের বাঁশখালীর মেসার্স চৌধুরী ব্রিক্স’কে ৪ লাখ টাকা,  কুমিল্লা সদর দক্ষিণের মেসার্স এ আজিজ ব্রিক্স’কে ২ লাখ টাকা, কুমিল্লার দেবিদ্বার মেসার্স একতা ব্রিক্স’কে ২ লাখ টাকা, কুমিল্লার আদর্শ সদর মেসার্স পলাশ ব্রিকস’কে ২ লাখ টাকা, কুমিল্লা চৌদ্দগ্রামের মেসার্স এম বি সি ব্রিক্স’কে ২ লাখ টাকা, কুমিল্লাসদর দক্ষিণের মেসার্স নিহা ব্রিকস’কে ৫০ হাজার টাকা, কুমিল্লা সদর দক্ষিণের মেসার্স ইসলামিয়া ব্রিকস’কে ৫০ হাজার টাকা, মেসার্স আশ্রাফ এন্ড ব্রিকস’কে ৫০ হাজার টাকা,  ব্রাহ্মণবাড়িয়া সরাইলের রানা এন্ড কোং ব্রিকস’কে ৩ লাখ টাকা, পুকুর ভরাটের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের মাে. আছাদ ও অন্যান্যদের ২ লাখ টাকা, পাহাড় কর্তনের দায়ে কক্সবাজার রামুর তােফায়েল উদ্দিনকে ২০ হাজার টাকা, শর্তভঙ্গের দায়ে নোয়াখালীর বেগমগঞ্জের কামাল অটো রাইস মিলকে ৫ হাজার টাকা, কুমিল্লার সদর দক্ষিণের সততা পােল ইন্ডাঃ লিঃ কে ৫ হাজার টাকা এবং ছাড়পত্র নবায়নবিহীনের দায়ে কুমিল্লার সদর দক্ষিণের কামাল ব্রিক্সকে দুই লাখ টাকা সহ মোট ২০ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট