চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজারে বছরব্যাপী প্রচারণা শুরু

জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজারে বছরব্যাপী প্রচারণা শুরু

কক্সবাজার সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২০ | ১১:৪১ অপরাহ্ণ

‘জলজ জীববৈচিত্র্য রক্ষা করি, টেকসই জলজ প্রতিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করি’ শ্লোগানে সামুদ্রিক ও নদীর ডলপিন, কাছিমসহ জলজ জীববৈচিত্র্য রক্ষায় কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বাকঁখালী নদীর তীরে জেলেদের নিয়ে সচেতনতামূলক এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ ও কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইয়াকুব।

এনভায়রনমেন্ট পিপল’র প্রধান নির্বাহী রাশেদুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে ডলফিন, কাছিমসহ বিভিন্ন জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জেলেদের সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা এ সময় জেলেদের উদ্দেশ্যে ডলফিন, কাছিম, তিমিসহ বিভিন্ন বন্যপ্রাণি ও জলজ জীববৈচিত্র্যের উপকারিতা, আইনের ব্যাখ্যাসহ নানাদিক তুলে ধরেন।

কর্মসূচির বিষয়ে এনভায়রনমেন্ট পিপল’র প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, সাম্প্রতিক সময়ে যে হারে ডলফিন, তিমি, কাছিমসহ বিভিন্ন বন্যপ্রাণি ও জলজ জীববৈচিত্র্য মৃত্যুর ঘটনা ঘটছে তা সত্যিই উদ্বেগের। এসব রক্ষায় অন্যদের মতো জেলেদেরও বিরাট ভূমিকা রয়েছে। যার কারণে ‘এনভায়রনমেন্ট পিপল’ কুতুবদিয়া দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত কক্সবাজার উপকূল জুড়ে বছরব্যাপী জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।

 

 

 

 

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট