চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওসি প্রদীপের সাক্ষাৎ মেলেনি: মেয়াদ বাড়াতে তদন্ত কমিটির তৃতীয় দফায় আবেদন

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২০ | ১০:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের গুলিতেগত ৩১ জুলাই রাতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। কিন্তু ঘটনার প্রায় এক মাস হতে চললেও অন্যতম শীর্ষ আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশের সঙ্গে সাক্ষাৎ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ফলে এই কমিটির পক্ষ থেকে সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেও দাখিল করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। অথচ দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর হিসাবে আগামীকাল সোমবারের (৩১ আগস্ট) মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা কমিটির। এ ব্যাপারে আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথাও জানান তদন্ত কমিটির প্রধান এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

মামলার তদন্তকারী সংস্থা র‍্যাবের হেফাজতে রয়েছে প্রদীপ কুমার দাশ। সর্বশেষ তার তৃতীয় দফায় রিমান্ড চলছে। যা আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তাদের তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু শুধু আসামি প্রদীপ কুমার দাশের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না।গতকাল শনিবার একটি গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ আগস্টের যেকোনো এক দিন প্রদীপ কুমারের সাক্ষাৎ পেতে আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু র‍্যাবের করা তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হওয়ায় এই আসামির সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট