চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাঁচ মাস পর সাজেক ভ্যালি খুলে দেয়া হচ্ছে ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার নয়নাভিরাম ‘সাজেক ভ্যালি’ খুলে দেওয়া হচ্ছে ১ সেপ্টেম্বর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু ।

সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছে রিসোর্ট মালিকরা। মহামারির কারণে পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে  তারা। তবে স্বাস্থ্যবিধি  না মানলে কোনো পর্যটককে কটেজে রুম ভাড়া দেব না বলে জানিয়েছেন তারা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট