চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীর মোড়ে মোড়ে তল্লাশি-নজরদারি

নগরীর মোড়ে মোড়ে তল্লাশি-নজরদারি

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ

নগরীর মোড়ে মোড়ে আসন্ন কুরবানির ঈদ ও শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে তল্লাশি করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারির পর গতকাল সোমবার থেকে তল্লাশি জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বাড়তি সতর্কতা হিসেবে বাড়ানো হয়েছে টহল।

বিভিন্ন থানার ওসি’রা জানান, সিএমপি কমিশনারের নির্দেশে নগরীর শাহ আমানত সেতু, কোতোয়ালী, সদরঘাট, লালখানবাজার, কাজীরদেউড়ি, খুলশী, বায়েজিদ, চান্দগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ বলেন, নিরপত্তার স্বার্থে ঈদকে সামনে রেখে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি করা হচ্ছে। এই কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট