চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

উখিয়ায় পশুরহাটে অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

উখিয়া সংবাদদাতা

২৫ জুলাই, ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৫ জুলাই) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোবাইল কোর্টের ৫ মামলায় মোট ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উখিয়া থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, শনিবার দুপুর ২ টা থেকে কোটবাজারের কোরবানির পশুর হাটে মাস্ক না পরার অপরাধে ৫ টি মামলায় ২ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্বকোণ / আরআর-মানিক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট