চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৩ হাজার ছাড়াল, নতুন ১৩৮

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২০ | ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  রবিবার (২০ জুলাই) ৭টি ল্যাবে ১১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৫ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮৫, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৩ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০৬টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২০৩টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩৩৪ টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ২০ জন, সিভাসুতে ৩ জন, চমেকে ৩২ জন, চবিতে ৩০ জন ও শেভরণে ২৭ জন ও ইম্পেরিয়ালে ২২জন, কক্সবাজার মেডিকেল কলেজে ৪জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১১১৫ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২২০ জনের। এরমধ্যে ৮৯ জন নগরীর এবং ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট