চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ১৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২০ | ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শুক্রবার (১০ জুলাই) ৭টি ল্যাবে ১০৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টা মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৭, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২২ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪৬টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৩৬টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ২৫ জন, সিভাসুতে ১০ জন, চমেকে ১৪ জন, চবিতে ৪৫ জন, ইম্পেরিয়ালে ৩৯ ও শেভরণে ৫৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজে ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১০৯৯ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২২০ জনের। এরমধ্যে ১৫৮ জন নগরীর এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট