চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারিতে ১০ লাখ টাকার সরকারি জায়গা উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

৮ জুলাই, ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলকৃত ১৭ শতক সরকারি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হেলালী এ অভিযানে নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট শরীফ হেলালী জানান, সরকারী খতিয়ানের জায়গা অবৈধ দখল করে টিনসেট ঘর ও অন্যান্য অবকাঠামো উচ্ছেদ করে ১৭ শতক জায়গা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

জানা যায়, বৈশিক করোনা মহামারি মোকাকেলায় যখন প্রশাসন ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে পৌরসভার সন্দীপ পাড়া মেখলঘোনা এলাকায় মাওলানা ওসমান নামের ওই ব্যক্তির দখলে থাকা ৭ শতক জায়গাতে সরকারী সম্পত্তি দখল করে টিনসেট ঘর নির্মাণ করেছে। পাশাপাশি ওই এলাকায় জুলফিকারসহ কয়েকজন ১০ শতক জায়গা দখল করে নিয়ে বিভিন্ন অবকাঠামো তৈরী করতে প্রস্তুত নিচ্ছে সংবাদ পেয়ে নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শরীফ হেলালী থানার পুলিশ নিয়ে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

পূর্বকোণ / আরআর- জাহাঙ্গীর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট