চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজ্ঞান চর্চায় অনুদান পেল কাপ্তাই বিজ্ঞান ক্লাব

 নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া 

৫ জুলাই, ২০২০ | ৪:২৪ অপরাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার “কাপ্তাই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব”কে এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল কাপ্তাই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এর হাতে এই চেক তুলে দেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী প্রজন্মকে আরও বেশি বিজ্ঞানমুখী করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই প্রয়াস।

পূর্বকোণ/ জিগার-এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট