চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গার্মেন্টস কর্মীরাই তার টার্গেটে

অনলাইন ডেস্ক

৫ জুলাই, ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ

গার্মেন্টসের নারী কর্মীদের টার্গেট করে রুবেল। গার্মেন্টস ছুটি হওয়ার পর রাস্তায় উঁৎ পেতে থাকে। যেসব নারীদের গলায় বা কানে স্বর্ণালঙ্কার থাকে তাদের টার্গেট করে পেছন থেকে গিয়ে টান দিয়ে ছিনিয়ে নেয়। ছিনতাই করে মুহূর্তেই ভিড়ের মধ্যে গায়েব হয়ে যায়।

নগরীর বন্দর থানার বিভিন্ন এলাকায় গার্মেন্টসের নারী কর্মীদের টার্গেট করে ছিনতাই করে এমন এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম।

গ্রেপ্তার ছিনতাইকারীর নাম- মো. রুবেল (৩৩)। রুবেল একজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, মধ্য গোসাইলডাঙ্গা এলাকা থেকে রুবেল নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ছিনতাই হওয়া দুইটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট