চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০২০ | ৩:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান তিনি।

জুয়েল মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন এলাকায়। তার বাবার নাম আফাজ উদ্দিন।

২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল জানান, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে জুয়েল মিয়া আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভারত থেকে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে যায় জুয়েল। একসময় তিনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে জুয়েল মিয়া মারা যান।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট