চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনামুক্ত হলেন সিএমপি কমিশনার, আগ্রহী প্লাজমা দানে

করোনামুক্ত হলেন সিএমপি কমিশনার, প্লাজমা দানে আগ্রহী

অনলাইন ডেস্ক

২২ জুন, ২০২০ | ১:১১ অপরাহ্ণ

করোনামুক্ত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। বাসায় থেকে চিকিৎসা নিয়ে তিনি করোনামুক্ত হয়েছেন। নতুন নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ সোমবার (২২ জুন) বিষয়টি সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নিজেই নিশ্চিত করেন।

উল্লেখ্য, করোনার বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, ‘গত ৯ জুন আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি। নতুন নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।’

তিনি আরও বলেন, ‘আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।’

তাছাড়া, করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও এতদিন বাসা থেকেই গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাপ্তরিক কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট