চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৬০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু

টেকনাফ সংবাদদাতা

২১ জুন, ২০২০ | ৯:২০ অপরাহ্ণ

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য টেকনাফে ৬০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টারে স্থানীয় লোকজন এবং রোহিঙ্গা কভিড-১৯ সন্দেহভাজন বা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডিএফআইডি, ইসিএইচও এবং জিএসির আর্থিক সহযোগিতায় পরিচালিত হবে সেন্টারটি।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) নামের একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সহায়তায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে নির্মিত এই আইসোলেশন সেন্টারটি রবিবার (২১ জুন)  দুপুরে উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সরকারের যুগ্ন সচিব মাহবুব আলম তালুকদার।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, ক্যাম্প-২৩ ইনচার্জ পুলক কান্তি চক্রবর্তী, আইআরসির কান্ট্রি ডিরেক্টর মানীষ কুমার আগরাওয়ালসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পূর্বকোণ / আর আর – কাশেম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট