চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত

সাতকানিয়া সংবাদদাতা

১৯ জুন, ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ

করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন সাতকানিয়া থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র মিত্র। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, বর্তমানে তাকে (তাপস) হোম আইসোলেশনে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি বড় কোন ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিলে  যোগাযোগের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে তাপস চন্দ্র মিত্র বলেন, করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে রাত-দিন মাঠে ডিউটিতে ছিলাম। বিগত ৩ জুন জ্বর, শ্বাসকষ্ট ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। ৭ জুন করোনার নমুনা সংগ্রহ করা হলেও তার রিপোর্ট আসেনি বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। পরে ১৪ জুন আবারও নমুনা নিলে ১৬ জুন নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

পূর্বকোণ / আর আর-সুকান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট