চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২০ | ১২:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জন আক্রান্ত হয়েছে। বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৪ নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার (৪ জুন) রাতে  এই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আক্রান্ত ১৩২ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৬০ জন ও উপজেলা পর্যায়ে ৭২ জন রয়েছেন ।

ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৯২ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৩৩ টি পজেটিভ। এরমধ্যে চট্টগ্রাম নগরীতে ১৬ জন ও উপজেলায় ১৭ আক্রান্ত ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ১৩৭ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৪৬টি পজেটিভ। এরমধ্যে নগরীতে ৪২ জন ও উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৩৫ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৫৩ টি পজেটিভ। এরমধ্যে নগরে ২ জন ও উপজেলায় ৫২ জন আক্রান্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রেজাল্ট পাওয়া যায়নি।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট