চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কর্ণফুলীতে ২৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কর্ণফুলীতে ২৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

১ জুন, ২০২০ | ৮:১৬ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছধরার সময় যৌথ অভিযান চালিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় আনুমানিক ২৬ লাখ ৬০ হাজার মূল্যের ১০৩টি অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সোমবার (১ জুন) দিনভর কর্ণফুলী নদীর মোহনা হতে উপকূলের বর্হিনোঙ্গর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সামুদ্রিক মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছধরার সময় সোমবার (১ জুন) দিনব্যাপী কর্ণফুলী নদীর মোহনা হতে উপকূলের বর্হিনোঙ্গর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সমুদ্র উপকূলে পুঁতে রাখা ৮ হাজার মিটার দৈর্ঘ্যের ৮০টি মোহনা বেহুন্দী জাল, ৯শ’ মিটার দৈর্ঘ্যের ৩টি টং জাল, ১১শ’ মিটার দৈর্ঘ্যের ২০টি মশারী জাল জব্দ করা হয়। পরে তা বাংলাদেশ কোস্টগার্ডের ১৫ নম্বর জেটিতে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক সুমন বড়ুয়া বলেন, যৌথ অভিযানে জব্দকৃত ১০৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

পূর্বকোণ/নয়ন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট