চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে দোকান-বসতঘর

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ

নগরীর হালিশহরের ছোটপুল কাঁচাবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে আজিজুর রহমানের দোকান ও বসতঘর পুড়ে গেছে। আজ রোববার (৩১ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর ।

তিনি জানান, সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৪টি গাড়ি পাঠানো হয়। ৭টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ারম্যানরা।গ্যাস সিলিন্ডারের লিক হয়ে চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজিজুর রহমান জানান, সকালে গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দোকানসহ ভেতরে থাকা মালামাল। এসময় গ্যাস সিলিন্ডারের লিক হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। না হয় আগুন পাশের স্থাপনায় ছড়িয়ে বড় ধরণের ক্ষতি হতে পারতো।

ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের  পক্ষ থেকে  আনুমানিক হিসাবে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট