চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে নবজাতক করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে চার দিনের শিশুর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নবজাতকের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান।

তিনি বলেন, মা আগে থেকে করোনা আক্রান্ত থাকায় শিশুরও করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল এলে শিশুর শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়।

গত রবিবার (২৪ মে) দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন করোনা আক্রান্ত ওই মা। ওইদিন সকালে প্রসব বেদনা উঠলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনা পজেটিভ রোগী হওয়ায় ওই নারীকে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিনই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়।

পরদিনই একদিন বয়সী ওই শিশুর নমুনা নেওয়া হয় করোনাভাইরাস পরীক্ষার জন্য। বৃহস্পতিবার পরীক্ষার ফলে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

ডা. আবদুর রব জানান, মা ও সন্তান দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট