চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীর লামার বাজার ফায়ার স্টেশন লকডাউন

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২০ | ১২:৫৫ পূর্বাহ্ণ

নগরীর লামার বাজার ফায়ার স্টেশনের সব কার্যক্রম মঙ্গলবার রাত থেকে বন্ধ রয়েছে। চার সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর ঢাকার নির্দেশে লকডাউন করা হয়েছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ওই ফায়ার স্টেশনের চার সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল আসে মঙ্গলবার (২৬ মে) রাতে। তাতে একজন চালক ও তিনজন ফায়ারম্যানের করোনাভাইরাস পজেটিভি আসে।উপসর্গ থাকায় তাদের চারজনকে আগেই আইসোলেশনে নেয়া হয়েছে ।

উল্লেখ্য, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী গতকাল (২৭ মে) পযর্ন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ১৯৮৫ জন। মৃত্যু হয়ে ৬০ জনের। সুস্থ হয়েছে ১৯১ জন। মহানগরে আক্রান্তের হার ৭৯ শতাংশ ও উপজেলা পর্যায়ে ২১ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ড (৭৮ জন) ও পটিয়া (৬৮ জন) উপজেলায়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট